[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তায় র‌্যাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১

সংগৃহিত ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল ও পরিদর্শন করবে র‌্যাবের টিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব কাজ করছে। সারাদেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। আশা করি, এ বছর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হবে।”

র‌্যাব ডিজি আরও জানান, সাইবার সিকিউরিটি টিম সক্রিয় রয়েছে, যাতে কেউ অপপ্রচার বা গুজব ছড়িয়ে পরিবেশ নষ্ট করতে না পারে। তিনি দেশবাসীকে আহ্বান জানান—“কোনো গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিকর সংবাদ দেখলে যাচাই করার সুযোগ দিন। গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সত্যিকারের কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, গত কয়েকদিনে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে র‌্যাব মহাপরিচালক বলেন, “দিন-রাত ২৪ ঘণ্টা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক রাখবেন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন। মা-বোন ও শিশুরা পূজামণ্ডপে আসে—সেখানে যেন কোনো ধরনের ইভটিজিং বা হয়রানি না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর