[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

ঘরজামাইয়ের কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ২০:২৪

সংগৃহিত ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম মো. মুকতু মিয়া (৬০)। তিনি ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সকালে নিহত মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় পাশে কোদাল দিয়ে কাজ করছিলেন সোহেল। হঠাৎ তিনি কোদাল দিয়ে মুকতু মিয়ার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর