[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচনের প্রচারণার সময় বাড়ল ১০ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ২০:৩১

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণার সময় বৃদ্ধি করা হয়েছে। এখন প্রার্থীরা ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।

শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি বলেন, ১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। যথাসময়ে ভোটগ্রহণ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা ৫-১৪ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য সকল প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করলে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করলে ছাত্রদলসহ কয়েকটি সংগঠন ভোট পেছানোর দাবি তোলে। পরে ২২ সেপ্টেম্বর জরুরি সভায় ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোটগ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর