আওয়ামী শাসনামলে ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (৫ অক্টোবর) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৭ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনার শিরোনাম—
“মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ।”
একইদিন শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের নির্দেশ দিয়েছেন যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে এই কর্মসূচি পালনের জন্য।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: