[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১০:৩৭

ফাইল ছবি

আওয়ামী শাসনামলে ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (৫ অক্টোবর) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৭ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনার শিরোনাম—
“মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ।”

একইদিন শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের নির্দেশ দিয়েছেন যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে এই কর্মসূচি পালনের জন্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর