[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

অবমাননার প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৪:৫০

সংগৃহিত ছবি

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। তারা কোরআন গ্রহণে দীর্ঘ লাইন ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনই সহনীয় নয়। তাই প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে তারা ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চান।

এর আগে, কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার ক্যাম্পাসে অপূর্ব পালকে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় দেখা যায়। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধারণ শিক্ষার্থীরা এ সময় শান্তি ও সহনশীলতার প্রশংসনীয় উদাহরণ স্থাপন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার সিদ্ধান্তও নিয়েছে।

অপূর্ব পাল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর