রাজশাহী নগরের উপকণ্ঠ বায়া এলাকায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন ওই নির্যাতনের সঙ্গে জড়িত।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা হিমাগারের দুই কর্মচারীকে একটি কক্ষে ও আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনকে অফিসকক্ষে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিশোরী জানায়, আলপিন দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।
ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা দুপুর দেড়টা পর্যন্ত হিমাগারটি ঘিরে রাখে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। তবে উত্তেজনা ও হামলার আশঙ্কায় পুলিশ অভিযুক্তদের নিরাপত্তার জন্য হিমাগার থেকে বের করেনি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: