[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

রাজশাহী কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ২৩:৫৫

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহী কলেজে ৭ অক্টোবর “নিপীড়ন বিরোধী দিবস” ও ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের শহিদ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ মাগরিব রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া। সভাপতিত্ব করেন ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি শামীম উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি মোশাররফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আবরার ফাহাদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে বাদ যোহর শহীদ আবরার ফাহাদ–এর স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বক্তারা শহিদ আবরার ফাহাদের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে বলেন, তার ত্যাগ ছাত্রসমাজের প্রেরণার উৎস হয়ে থাকবে। মিলাদ ও দোয়া মাহফিলে আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর