[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

রাজশাহী রেলভবনে দুদকের অভিযান, ৪ কোটি টাকার অনিয়মের তদন্ত

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৮:৫৫

ছবি- আলোকিত গৌড়

রেল লাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট ও কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয় কার্যক্রমের অডিটে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি ব্যয় দেখানো হয়েছে।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ২০২১ সালের ওই অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। তাই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে।


অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর