রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সমাজের মান ঠিক রাখা ও জরুরি। তিনি বলেন, ফুটপাতের মান ঠিক না থাকলে আমরা সঠিকভাবে হাঁটতে পারি না, এ ধরনের অবস্থা আমাদের সমাজের মানও প্রতিফলিত করে।
মঙ্গলবার বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই সভার আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
সভায় মান নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল: ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: