২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী কলেজ আবারও তার গৌরব ধরে রেখেছে। এ বছর কলেজটির তিনটি শাখায় মোট ৪৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে ফলে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগেই শিক্ষার্থীরা প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় সর্বাধিক ২৭৬ জনের মধ্যে ২৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা প্রায় ৯৮.৫৫ শতাংশ।
মানবিক বিভাগে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন জিপিএ-৫ এবং ব্যবসায় শিক্ষায় ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন জিপিএ-৫ অর্জন করেছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। তাদের আনন্দ ঢাক-ঢোল বাজিয়ে প্রকাশ করেন। তারা একে অপরকে অভিনন্দন জানিয়ে, জড়িয়ে ধরে, মিষ্টি মুখ করে। এসময় রাজশাহী কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। ফলাফল পরবর্তী ভর্তি পরীক্ষায় মনোযোগ দিতে চান এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
ফলাফল পেয়ে মানবিক বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছি। রাজশাহী কলেজ বরাবরই তার সাফল্য যাত্রা ধরে রেখেছে। ভর্তি পরীক্ষায় ভালো বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া এখন মূল লক্ষ্য।
রাজশাহী কলেজের আরেকজন শিক্ষার্থী আফসানা কণা বলেন, ফল প্রকাশের আগে অনেক দুশ্চিন্তা ছিল, ভয় কাজ করছিল। তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে প্রত্যাশিত ফলাফল এসেছে। আমি জিপিএ-৫ পেয়েছি, এতে আমার বাবা মা ও শিক্ষকেরা অনেক খুশি হয়েছে।
এ নিয়ে মন্তব্য জানতে রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: