[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

রাকসু নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও শিবিরের দাপট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১০:০২

সংগৃহিত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের পাশাপাশি সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের ব্যাপক জয় হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৫৭ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে চারজন এবং একজন সাবেক সমন্বয়ক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন—রাকসুর নতুন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব, এস. এম. সালমান সাব্বির এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। আশা করি, যারা নির্বাচিত হয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর