[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এতিম পরিবারের পথ বন্ধ

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৮

ছবি- আলোকিত গৌড়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীতে এক এতিম পরিবারের চলাচলের পথ জোরপূর্বক বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও তাদের চলে যাওয়া মাত্রই আবারও কাজ শুরু করা হয়।

ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া এলাকায়। অভিযোগ উঠেছে, মৃত আব্দুস সামাদের পরিবার-যারা প্রায় ২০ বছর ধরে ডাবতলা জোজো ল্যান্ডের পেছনের বাড়িতে বসবাস করে আসছেন-তাদের বাসা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মো. জামাল উদ্দীন ও তার পরিবার।

ভুক্তভোগী সালমান হোসেন মিথুন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই প্রতিবেশী জামাল উদ্দীন ও তার ছেলেরা আমাদের বাড়ির সামনে প্রাচীর তুলে পথ বন্ধ করার চেষ্টা করছে। বাধা দিতে গেলে তারা এলাকার কিছু বখাটে ও টোকায়দের নিয়ে আমাদের ভয়ভীতি দেখায়।

এ অবস্থায় নিরুপায় হয়ে সালমানের মা মাহানুর নাজ গত ১৩ অক্টোবর রাজশাহী মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৭ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত-অর্থাৎ ২৯ ডিসেম্বর পর্যন্ত- সকল প্রকার নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাজপাড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তবুও ১৮ অক্টোবর সকালে জামাল উদ্দীন পুনরায় প্রাচীর নির্মাণ শুরু করলে ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরই পুনরায় কাজ শুরু করে জামাল উদ্দীনের লোকজন।

এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দীনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুধু বারান্দা ভেঙে প্রাচীর দিচ্ছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দ্রুত ফোন কেটে দেন এবং পরে আর কল রিসিভ করেননি।

রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলে অবশ্যই কাজ বন্ধ রাখতে হবে। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, আদালতের নির্দেশ অমান্য করে এমন কাজ করা দুঃখজনক ও আইনবিরোধী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এতিম পরিবারটি তাদের স্বাভাবিক চলাচলের অধিকার ফিরে পায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর