রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২০২৫–এ চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্বিত এগারো শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন। তাঁরা সবাই শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেছেন।
নির্বাচিত এগারো জন হলোঃ
চাঁপাইনবাবগঞ্জ পিটিআই এর মোঃ নজরুল ইসলাম (সাবেক মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা) এর ছেলে মোঃ সিফাত আবু সালেহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শিবগঞ্জ উপজেলার চকনাধড়া, চককীর্তি গ্রামের মোহা. জালাল উদ্দীনের মেয়ে মরিয়ম খাতুন জামিলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হল সংসদের ভিপি (সহসভাপতি) পদে নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদরের নামোরাজারামপুর গ্রামের ৭ নং ওয়ার্ড এর মৃত: মো: শফিকুল ইসলাম এর ছেলে মো:নুরুল ইসলাম শহীদ, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নবাব আব্দুল লতিফ হল সংসদের জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন।
গোমস্তাপুর উপজপলার বহিরামপুর গ্রামের মোহা: আবুল কালাম আজাদের মেয়ে তাওহিদা ইয়াসমিন মাহমুদা সংস্কৃত বিভাগের ২০-২১ সেশনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জুলাই ৩৬ হলের এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হন।
শিবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের মো. তাজামুল ইসলামের ছেলে মো. সাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী, মাদার বখ্শ হল সংসদের ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
মির্জাপুর, দাইপুখুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রানু আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সৈয়দ আমীর আলী হল সংসদের সহ–সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ডাকিমবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রহমতুন্নেসা হলের সহঃ কমনরুম সম্পাদক পদে বিজয়ী হন।
ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মো: তসলিমুদ্দিনের সন্তান মো: হায়দার আলী হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। তিনি শেরে বাংলা ফজলুল হক হলের সহঃ কমনরুম সম্পাদক
পদে বিজয়ী হন।
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট গ্রামের মোঃ কামরুজ্জামান এর ছেলে মোঃ মুনিরুজ্জামান মুনির, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
মনাকষা ইউনিয়নের হাঙ্গামি গ্রামের মো. বাইরন আলীর ছেলে মো. রায়হান আলী, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শেরে বাংলা ফজলুল হক হল সংসদের নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন।
এছাড়া, পুরাতন ভান্ডার, শ্যামপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. রায়হান আলী, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সৈয়দ আমীর আলী হল সংসদের নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: