[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

সাঁতার কাটতে জেনেও, সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

আবু বকর সৈকত

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০০:৩৯

ছবিঃ সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন এক নারী শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাসা কুষ্টিয়ায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি বলেন, ঐ শিক্ষার্থীকে যখন আনা হয় আমরা তার পালস, বিপি কিছু পাইনি। সে অলরেডি ডেড ছিলো। আমাদের কিছু করার ছিলো না। আমাদের এখানে সে ১০ মিনিট মত ছিলো। তারপর আমরা অক্সিজেন দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেই।

রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র বলেন,
সায়মা নামে একজন শিক্ষার্থীকে আনা হয়, তাকে যখন আনা হয় তাকে দেখে এখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে বলা মুশকিল আসলে কারণটা কি। কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা লাশটি ময়না তদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে তার পরিবারের অনুমতিতে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের প্রেক্ষিতে ময়না তদন্ত করে এটা পরিষ্কার বলা যাবে আসলে কারণটা কি।

তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষ যখন পানিতে ডুবে তখন হার্ট অ্যাটাক এবং ফুসফুস জটিলতার মাধ্যমে মৃত্যুবরণ করেন। প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া আর যদি সে সাঁতারু হয়ে থাকে সেক্ষেত্রে অন্য কোনো কারণে হার্ট অ্যাটাক বা আগে কোনো অসুস্থতার কারণে ডুবে যেতে পারে। এ বিষয়গুলো আসলে এখন বলা মুশকিল। যেহেতু মারা গেছেন এখন প্রকৃত কারণ উদঘাটন করতে গেলে আমাদেরকে ময়না তদন্ত করতে হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর