রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
শুক্রবার (০১ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে বড় নারায়নপুর সউদি মার্কেট এলাকার পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিলন হোসেন (৩০), ফ্যাত্তাপাড়া দুব্রামোড়, দামকুড়া, রাজশাহী,আলিম (২০), আমনুরা ভাবুক, চাঁপাইনবাবগঞ্জ সদর,সাবিরুল (৩৭), আমনুরা ধীনাগুড়, চাঁপাইনবাবগঞ্জ সদর র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: