রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বেশ আলোচনায় রয়েছে একটি নাম, অধ্যাপক গোলাম রব্বানী। কাকতালীয়ভাবে একই নামের এই দুই প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিন্ন দুটি রাজনৈতিক দল থেকে।
একজন অধ্যাপক গোলাম রব্বানী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, অন্যজন বিএনপির মনোনয়ন পেয়েছেন। দুজনই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছেন এই গুরুত্বপূর্ণ আসনে।
মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর-৫ আসনে মোট ১৭টি ইউনিয়ন রয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ আসনে জামায়াতের একটি স্থায়ী ভোটব্যাংক দীর্ঘদিন ধরেই সক্রিয়। অতীতে উপজেলা পরিষদসহ বিভিন্ন নির্বাচনে দলটি ভালো ফলাফল করেছিল বলে জানা যায়।
অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, জাতীয় ইস্যু এবং বিরোধী জোটের ঐক্যের কারণে এবারও তারা এই আসনে ভালো ফলাফলের আশা করছেন।
দুই দলের সমর্থকরা ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ফলে রংপুর-৫ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটা “একই নামের দুই প্রার্থীর লড়াই”-তে রূপ নিয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: