রাজশাহীতে অনলাইন নিউজ পোর্টাল 'স্বদেশ বাণী'-র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর রাণীবাজার এলাকায় এক রেস্তোরায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ বাণীর সম্পাদক কামরুজ্জামান বাদশা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি ডালিম হোসেন শান্ত।
এতে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আজব, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর রাজশাহী প্রতিনিধি ও দৈনিক নতুন প্রভাতের মফস্বল সম্পাদক ওমর ফারুক, ডেইলি সিটিজেন ভয়েস-এর বার্তা সম্পাদক ও ঢাকা মেইলের রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমানসহ অন্যান্য সাংবাদিকরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: