স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এর জন্য প্রশাসন প্রস্তুতি নিয়ে কাজ করছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। গাজীপুরের কিছু স্থানীয় সমস্যা নিয়েও সভায় কথা হয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে অনেক সময় নানা গুজব রটানো হয়। তবে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় এসব গুজব অনেকটাই কমে গেছে। সত্য সংবাদ প্রকাশই গুজব ঠেকানোর প্রধান মাধ্যম।”
দুর্নীতি ও মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি ও মাদক। মাদক এখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। এটি রোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজকে সচেতন করতে হবে।”
গাজীপুরের শিল্পাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখানে অনেক বাইরের মানুষ কাজের সন্ধানে আসে। তাদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে। ঝুট ব্যবসায়ী ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে।”
তিনি জানান, গাজীপুরে বর্তমানে পুলিশ সংকট রয়েছে। এজন্য সাড়ে ছয়শত অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে এবং নির্বাচনের সময় পুলিশ আরও বাড়ানো হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে মুক্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামিনে বের হয়ে কেউ যদি অপরাধ করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। জামিন আদালতের এখতিয়ার, আদালত সম্পূর্ণ স্বাধীন।”
নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই দায়িত্বশীল হলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণার বিষয়ে উপদেষ্টা বলেন, “সাংবাদিকদের সহযোগিতায় তাদের কার্যক্রম অনেক কমে গেছে। সত্য প্রকাশ করলেই মিথ্যা রটনার অবসান ঘটে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: