[email protected] শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অধ্যাপক আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৪
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২

ছবিঃ আলোকিত গৌড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় তিনি মোহনপুর উপজেলা কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়ন ফরম উত্তোলনকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী নেতৃত্ব প্রত্যাশা করে।

তিনি আরও জানান, রাজশাহী-৩ আসনের সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর