[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

বিএনপির সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:১১

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর ৩০০ ফিট এলাকায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সমাবেশস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে।

গত বৃহস্পতিবার রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ দ্রুততার সাথে এলাকাটি পরিষ্কারের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে ডিএনসিসি একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

এই অভিযানে ২০টি ট্রাক ব্যবহার করে মোট ১৪৮ ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই সমাবেশস্থলটি পুরোপুরি পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা করেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "শীতের সকালেও আমাদের পরিচ্ছন্নতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন, তা প্রশংসনীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারব।"

তিনি আরও বলেন, "যেকোনো বড় সমাবেশ বা অনুষ্ঠানের পর সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি নগর প্রশাসনের সাথে পরিচ্ছন্নতায় সহযোগিতা করেন, তবে শহরকে আরও বাসযোগ্য করে তোলা এবং নাগরিক সেবা প্রদান সহজ হবে।"

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর