[email protected] সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

যুবদল নেতার নেতৃত্বে চাঁদাবিরোধী মানববন্ধনে হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় বহিষ্কৃত যুবদল নেতা আব্দুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি ব্যবসায়ীদের লক্ষ্য করে আক্রমণ করে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের পাল্টা তাড়া করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামাল আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় পুলিশ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ করেন, "যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। কিছু পুলিশ সদস্য চাঁদাবাজদের পক্ষে কাজ করছেন, কারণ তারা মাসিক চাঁদা পায়। হান্নান ও হায়দার নামের ব্যক্তিরাও লাখ লাখ টাকা চাঁদা আদায় করে।" তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অপসারণ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ওসি ক্যশৈনু ব্যবসায়ীদের মামলা দায়ের করতে উৎসাহিত করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, "ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করছিলেন, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তারা এজাহার দিলে মামলা নেওয়া হবে।"

ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও উত্তেজনা চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ব্যবসায়ীরা "চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও", "চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না" ইত্যাদি স্লোগান দেন।

এক ব্যবসায়ী বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম, হঠাৎ আমাদের ওপর হামলা হয়। পাশেই পুলিশ ছিল, তবু তারা কীভাবে হামলা করতে পারল? আমরা এর নিন্দা জানাই এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।"

উল্লেখ্য, আব্দুর রহমানকে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর যুবদল কেন্দ্রীয় কমিটি দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করে। কারওয়ান বাজার এলাকায় গত কয়েক মাস ধরে চাঁদাবাজির অভিযোগ চলছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর