রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় এক কৃষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করে। পুলিশ জানায়, উদ্ধার করা গাছটির আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি।
এ ঘটনায় বাগানটির মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: