[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখতে নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২২:২৫

ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়।

এর আগে, ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি পরিপত্রে সরকারি ও বেসরকারি দফতর, আদালত ও গৃহস্থালি পর্যায়ে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক প্রথমে ব্যাংকগুলোকে এবং এবার সব আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আওতায় এনেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে এই চাহিদা কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর