[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আলিম পরীক্ষায় দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদরাসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৯

সংগৃহিত ছবি

বরাবরের মতো এবারও আলিম পরীক্ষায় চমক দেখিয়েছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে দেশসেরা সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, প্রতিষ্ঠানটির অধীনে মোট এক হাজার ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হন। এর মধ্যে এক হাজার ২৭২ জন পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯ দশমিক শূন্য ছয় শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী পেয়েছেন সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১৭ জন। এদের মধ্যে ৩৯০ জন পেয়েছেন জিপিএ-৫। সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেন, পাস করেছেন ৭৪৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৭১ জন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের কঠোর অনুশীলন, মনোযোগী অধ্যয়ন, শিক্ষকদের সঠিক পাঠদান এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর