[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মেডিকেল–ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫

ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। পরে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ পান।

ভর্তি পরীক্ষায় দেশের প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাহাঙ্গীর আলম শান্ত শিক্ষাজীবনে নতুন এক সাফল্যের মাইলফলক গড়লেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর