আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তাদের সাম্প্রতিক ফেসবুক পোস্টে ইঙ্গিত মিলেছে, দাম্পত্য সম্পর্কে আবারও দেখা দিয়েছে ভাঙনের সুর।
‘ভুল মানুষ সঙ্গে ছিলাম’ — হিরো আলমের পোস্ট
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে এক আবেগঘন পোস্টে হিরো আলম লেখেন,
“জুম্মা মোবারক। হে আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি জীবনে ভুল মানুষের সঙ্গে ছিলাম, এখন বুঝতে পেরেছি। এমন একজন মানুষ দাও, যে আমাকে না ভালোবাসলেও আমার পরিবারকে ভালোবাসবে। কারণ আমার পরিবারে তিন সন্তান, দুই মা—তাঁদের আমি ছাড়া কেউ নেই।”
তার এই পোস্টের পর অনেকে মনে করছেন, আলমের সংসারে আবারও টানাপোড়েন শুরু হয়েছে।
হামলার ঘটনায় রিয়া মনির নাম ঘুরছে নেট দুনিয়ায়
সম্প্রতি হিরো আলমের ওপর হামলার ঘটনায় নেটিজেনদের একাংশের সন্দেহ তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, এই ঘটনার নেপথ্যে থাকতে পারেন রিয়া ও তার ঘনিষ্ঠ কেউ। কেউ কেউ এমনও বলছেন, “রিয়া মনিকে রিমান্ডে নিলে সব বের হয়ে আসবে।”
রিয়া মনির পাল্টা ইঙ্গিতপূর্ণ পোস্ট
অন্যদিকে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন রিয়া মনি। পরদিন সকালে নিজের প্রোফাইলে লেখেন,
“বিচ্ছেদের অপর নাম—মানুষটা ভালো থাকুক।”
তবে তিনি আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা উল্লেখ করেননি।
নেটিজেনদের মতে, হিরো আলম ও রিয়া মনির সম্পর্কের টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। কেউ কেউ সহানুভূতি জানালেও, অনেকে এই বিতর্কে দোষারোপের খেলায় মেতেছেন সামাজিক মাধ্যমে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: