[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

ধর্মীয় জীবনকে প্রাধান্য দিয়ে মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অভিনয় ও প্রকাশ্যে উপস্থিতি বন্ধ করার পাশাপাশি নেকাব পরা শুরু করেছেন বলে জানা গেছে।

তার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে জানান, লুবাবা ব্যক্তিগত ধর্মীয় উপলব্ধি থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জেমি বলেন, "তিনি আর মিডিয়ায় কাজ করবেন না। নেকাব পরার সিদ্ধান্তের কারণে প্রকাশ্যে মুখ দেখানো এবং মিডিয়া কার্যক্রম চালানো তার পক্ষে সম্ভব নয়।"

লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদের। তার অনুপ্রেরণায় অল্প বয়সেই নাটক ও বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান লুবাবা।

তবে সাম্প্রতিক সময়ে ধর্মীয় চর্চা ও অধ্যয়নের মাধ্যমে তার জীবনের এই পরিবর্তন এসেছে বলে তার মা উল্লেখ করেন। কোরআন ও হাদিস অধ্যয়নের পর লুবাবা এই সিদ্ধান্তে পৌঁছান।

মিডিয়ায় সরাসরি অংশগ্রহণ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেকাব পরিহিত অবস্থায় কিছু ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক কাজে যুক্ত থাকতে পারেন তিনি। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ারও পরিকল্পনা রয়েছে লুবাবার।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর