[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

পুরুষ দিবসে আপনার প্রিয় পুরুষকে যা উপহার দিতে পারেন

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১৯:২১

প্রতীকী ছবি

আজ বিশ্ব পুরুষ দিবস। পুরুষের প্রতি সম্মান প্রদর্শন করে ও তাদের অবদান তুলে ধরে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। প্রতিবছর নভেম্বরের ১৯ তারিখ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। যদিও নারী দিবসের মতো পুরুষ দিবস ততটা পালিত হয় না , তবে বিশ্বের প্রায় ৮০ দেশে পালিত হয় এ দিবসটি।

পরিবারের প্রিয় পুরুষকে আজ আপনিও জানাতে পারেন শুভেচ্ছা। আপনার প্রিয় পুরুষটি হতে পারে আপনার বাবা, ভাই, স্বামী, প্রেমিক, দাদা, নানা, প্রিয় বন্ধু কিংবা সহকর্মী। আজ প্রিয় পুরুষকে শুভেচ্ছা জানিয়ে উপহার দিয়ে তাকে চমকে দিতে পারেন।

যে উপহারগুলো দিতে পারেন-

বই, মানিব্যাগ, সুগন্ধি, হাতঘড়ি, চশমা ইত্যাদি

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর