[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাটখিলে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩০

ছবিঃ আলোকিত গৌড়

লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি’র আয়োজনে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি চাটখিলে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

এতে ১২০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য তাৎক্ষণিক বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি পরিচালিত হাসপাতালে পাঠানো হয়। ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও সেবা গ্রহিতা সকল রোগীকে বিনামূল্যে চোখের ড্রপ সহ প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।

শুক্রবার দিন ব্যাপী চাটখিল উপজেলার বদলকোট দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতির ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের সোব প্রদান করেন। সকালে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ খায়রুজ্জামান, সমাজসেবক শিপন মুন্সী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি জি এম শাকিল, রাজু মুন্সী ও লিটন প্রমুখ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর