শীতের সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বকে পড়ে ব্যাপক প্রভাব। এ সময় ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলেও অনেকের ত্বক রুক্ষ হয়ে পড়ে। তবে প্রাকৃতিকভাবে ত্বকের শুষ্কতা দূর করতে পারে কমলার খোসা।
বিশেষজ্ঞদের মতে, কমলার খোসায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ। রোদে শুকিয়ে গুঁড়া করে এই খোসা ব্যবহার করা যায় বিভিন্ন ফেসপ্যাকে।
জেনে নিন কমলার খোসা ব্যবহারের কয়েকটি উপায়—
রোদে পোড়া দাগ দূর করতে:
২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস ও ১ টেবিল চামচ চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ত্বক উজ্জ্বল করতে:
কমলার খোসার সঙ্গে মসুর ডাল বেটে প্যাক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
ব্রণ দূর করতে:
একটি কমলার খোসা ১ কাপ পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে নিয়মিত মুখ ধুলে ব্রণের সমস্যা কমে যাবে।
কালচে দাগ দূর করতে:
১ টেবিল চামচ করে কমলার খোসা গুঁড়া, হলুদ ও মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর গোলাপজল দিয়ে ধুয়ে ফেলুন।
শুষ্কতা দূর করতে:
১ টেবিল চামচ টক দই ও ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক থাকবে নরম ও মসৃণ।
শীতে নিয়মিত এইভাবে কমলার খোসা ব্যবহার করলে ত্বক থাকবে উজ্জ্বল, কোমল ও সতেজ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: