[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ভারত সামরিক হামলা করলে 'নজিরবিহীন জবাব'-এর হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৫, ১৪:৪৩

সংগৃহিত ছবি

ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহস দেখায়, তাহলে নজিরবিহীন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দেন তিনি।

তিনি বলেন, স্পষ্ট করে বলছি। ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব দ্রুততার সঙ্গে নজিরবিহীনভাবে দেওয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ব্যাপক এবং সংকল্পবদ্ধ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন দেশটির আইএসপিআরের বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর