চীন তাদের মহাকাশ অভিযানে আরও এক ধাপ অগ্রসর হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে একটি অত্যাধুনিক ইন্টারনেট স্যাটেলাইট। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে ‘লং মার্চ-৫বি’ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি নির্ধারিত কক্ষপথে স্যাটেলাইটটিকে সফলভাবে স্থাপন করে। এটি ছিল লং মার্চ সিরিজের ৫৮৮তম উৎক্ষেপণ, যা চীনের মহাকাশ কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
এর আগে, গত শনিবার সকালে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের রিঝাও শহরের উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় ‘স্মার্ট ড্রাগন-৩’ নামের আরও একটি রকেট। বিশাল রকেটটি ১১টি স্যাটেলাইট বহন করে কক্ষপথে পৌঁছে দেয়।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা নিয়মিতভাবে কক্ষপথে বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠিয়ে যাচ্ছে। এসব স্যাটেলাইটের মধ্যে রয়েছে যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা এবং সামরিক প্রয়োজনে ব্যবহৃত স্যাটেলাইট।
চীনের এই ধারাবাহিক উৎক্ষেপণ দেশটির মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতারই প্রতিফলন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: