[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

ভারতে বিজেপি কার্যালয়ের সামনে সহিংস বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

সংগৃহিত ছবি

লাদাখে পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে ডাকা বন্‌ধ চলাকালে লে শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লে অ্যাপেক্স বডি (এলএবি)-এর ডাকা বন্‌ধে বিক্ষুব্ধ জনতা বিজেপির জেলা কার্যালয় ঘেরাও করে। পুলিশ হস্তক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।

লে অ্যাপেক্স বডি হলো লাদাখের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি সংগঠন। তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পৃথক রাজ্যের মর্যাদা এবং ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসন দাবি জানিয়ে আসছে।

প্রতিবাদ ও সহিংসতার এই ঘটনা ঘটল এমন এক সময়, যখন বিশিষ্ট পরিবেশকর্মী ও এলএবি আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকসহ দুজন আন্দোলনকারী টানা অনশন করছেন। অনশনের ১৪তম দিনে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তারা ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন। ওয়াংচুক ইতোমধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তার বক্তব্য—“ফলপ্রসূ আলোচনার নিশ্চয়তা না থাকলে বৈঠক অর্থহীন।”

এলএবি-এর আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে লাদাখের কারগিল অঞ্চলের কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৃথক বন্‌ধ ডাকার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে ভারত সরকার। পরবর্তী সময়ে ২০২০ সালের নির্বাচনে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলে বিজেপি জয়ী হয়েছিল। আসন্ন মাসে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর