[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭

সংগৃহিত ছবি

বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

রাজোয়েলিনা বলেন, “সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি। যদি আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমি সেই দায় নিচ্ছি। আমি দুঃখিত। জনগণের কষ্ট আমি অনুভব করি, আমি তাদের রাগ ও হতাশার ভাষা শুনেছি।”

বিদ্যুৎ বিভ্রাট ও পানির ঘাটতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল ২৫ সেপ্টেম্বর, মূলত তরুণদের নেতৃত্বে। ‘জেন জি’ ব্যানারে শুরু হওয়া এই আন্দোলন রাজধানী আন্তানানারিভো থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আরও আটটির বেশি শহরে। আন্দোলন অল্প সময়েই সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়।

প্রথমে পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করলেও তা কাজে আসেনি। বরং বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট এবং পুরো সরকারের পদত্যাগ দাবি করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সোমবার রাজধানীতে আবারও হাজারো মানুষ রাস্তায় নামলে প্রেসিডেন্ট রাজোয়েলিনা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন এবং পুরো সরকার বাতিল ঘোষণা করেন। তিনি জানান, তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থীদের আবেদন নেওয়া হবে এবং শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে বেশিরভাগই তরুণ, যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

২০২৩ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। জনমনে সরকারের প্রতি জমে থাকা অসন্তোষ এই আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর