ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই একাধিক আফটারশক হয়, ফলে আতঙ্কে বিভিন্ন ভবন থেকে লোকজন বেরিয়ে আসেন।
সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেজান্দ্রো জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু হতাহতের আশঙ্কা রয়েছে। বোগো ও সেবু ছাড়াও একাধিক শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভূমিকম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু ভবন ধসে পড়ে। সেবু প্রদেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সান রেমিজিও পৌরসভায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।
হাসপাতালগুলোতে আহত রোগীদের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুতর আহতদের অনেককেই বাইরে বা অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো।
প্রাদেশিক উদ্ধার কর্মকর্তা উইলসন রামোস জানান, ধসে পড়া ভবনের নিচে অনেকেই আটকা থাকতে পারেন। আফটারশক এবং অন্ধকারের কারণে রাতভর উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও এর প্রভাব কেটে গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: