পাকিস্তানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধের কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যদি এ কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তবে তাদের ভৌগলিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, “অপারেশন সিঁদুর ১.০-এ আমরা সংযম দেখিয়েছিলাম। কিন্তু এবার এমন কিছু করবো, যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় তারা টিকে থাকতে চায় কি না। টিকে থাকতে চাইলে সন্ত্রাসবাদ বন্ধ করতেই হবে।”
তিনি সৈন্যদের উদ্দেশে আরও বলেন, “প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে শিগগিরই আপনারা সুযোগ পাবেন।”
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং জানান, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রনির্মিত এফ-১৬ এবং চীনা জেএফ-১৭ মডেলের বিমান।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর ৬ মে রাতেই পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’।
উভয় দেশের মধ্যে কয়েকদিন টানা সংঘর্ষের পর ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে পাকিস্তান দাবি করে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফরাসি তৈরি রাফালও রয়েছে। ভারত যদিও কিছু ক্ষতি স্বীকার করেছে, তবে ছয়টি বিমান হারানোর দাবি অস্বীকার করেছে।
সূত্র: এনডিটিভি, রয়টার্স
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: