মার্কিন ধনকুবের ইলন মাস্ক চালু করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন অনলাইন বিশ্বকোষ ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia)। মঙ্গলবার (২৮ অক্টোবর) উদ্বোধন অনুষ্ঠানে মাস্ক দাবি করেছেন, এই প্ল্যাটফর্মটি উইকিপিডিয়ার তুলনায় কম পক্ষপাতদুষ্ট ও আরও নিরপেক্ষ।
মাস্কের কোম্পানি এক্স-এআই (xAI) এর তৈরি এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহারের উপযোগী। হোমপেজে রয়েছে গুগলের মতো বড় সার্চবার, রঙের মোড পরিবর্তনের অপশন ও ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট তৈরির সুবিধা। উদ্বোধনের সময়ই এতে ৮ লাখ ৮৫ হাজারের বেশি অ্যাকাউন্ট খোলা হয়। তবে চালুর কিছুক্ষণের মধ্যেই সাইটটি ক্র্যাশ করে যায়, পরে কয়েক ঘণ্টা পর পুনরায় সচল হয়।
এক্স প্ল্যাটফর্মে মাস্ক বলেন, “গ্রোকিপিডিয়ার ০.১ সংস্করণ ইতিমধ্যে উইকিপিডিয়ার চেয়ে ভালো কাজ করছে।” তবে উইকিপিডিয়ার মতো এখানে ব্যবহারকারীরা নিজেরা কোনো নিবন্ধ সম্পাদনা বা সংশোধন করতে পারবেন না।
মাস্ক জানান, গ্রোকিপিডিয়া নিজস্ব এআই–ভিত্তিক ফ্যাক্ট–চেকিং ব্যবস্থা ব্যবহার করে নিরপেক্ষতা নিশ্চিত করবে।
অন্যদিকে, উইকিমিডিয়া জার্মানির ব্যবস্থাপনা পরিচালক ফ্রানজিসকা হেইনে বলেন, “উইকিপিডিয়া কোনো কোম্পানির মালিকানাধীন নয়; এটি হাজারো স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিচালিত হয়, যা প্রকল্পটির প্রতি জনগণের বিশ্বাস তৈরি করে।”
ইলন মাস্ক অভিযোগ করেছেন, উইকিপিডিয়া রাজনৈতিকভাবে বামঘেঁষা। তবে উইকিমিডিয়া জানিয়েছে, গত ২৫ বছরের গবেষণায় এ দাবি প্রমাণিত হয়নি।
সূত্র: ইউরো নিউজ
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: