[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

ইন্টারনেটের স্বাধীনতায় এগিয়েছে বাংলাদেশ: ফ্রিডম অন দ্য নেট ২০২৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৬

সংগৃহিত ছবি

বিশ্বব্যাপী টানা ১৫ বছর ধরে ইন্টারনেট স্বাধীনতা কমেছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজ। সংস্থাটির প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, ৭২টি দেশের মধ্যে ২৮টিতে ইন্টারনেট স্বাধীনতার অবনতি হয়েছে এবং ১৭টিতে কিছুটা অগ্রগতি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কেনিয়া ২০২৪ সালে কর নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের সময় সাত ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা এবং শত শত বিক্ষোভকারীকে গ্রেফতারের ঘটনায় সবচেয়ে বড় অবনতি দেখা গেছে। একই সময়ে বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ রাখে, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়।

তবে পরবর্তীতে ছাত্র-জনতার তীব্র বিদ্রোহের মুখে দমনমূলক নেতৃত্বের পতন ঘটে এবং ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর কিছু ইতিবাচক সংস্কার কার্যক্রম শুরু করে এবং দমনমূলক নীতির অবসান ঘটায়। তারা কঠোর সমালোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে; যদিও কনটেন্ট অপসারণ, অনলাইন বক্তৃতার জন্য ফৌজদারি শাস্তি ও নজরদারি–সংক্রান্ত কিছু উদ্বেগ রয়ে গেছে।

ফ্রিডম হাউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর ৪০ থেকে বেড়ে ৪৫, যা সামান্য অগ্রগতির নির্দেশনা দেয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া (৪৮), ভারত (৫১) ও শ্রীলঙ্কা (৫৩)। তবে সামগ্রিকভাবে এখনো ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশকে ‘আংশিক স্বাধীন’ তালিকায় দেখিয়েছে ফ্রিডম হাউজ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর