[email protected] মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

জাতিসংঘে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন, হামাসের কঠোর প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫১

সংগৃহিত ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন পেয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) গঠনের প্রস্তাবসহ করা এই পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছে পরিষদের ১৩টি দেশ। কোনো দেশ এর বিপক্ষে ভোট দেয়নি; রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া প্রস্তাবের পক্ষে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।

হামাস এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এক টেলিগ্রাম বার্তায় সংগঠনটি জানায়, প্রস্তাবটি ফিলিস্তিনিদের অধিকার পূরণ করে না এবং গাজার ওপর ‘আন্তর্জাতিক অভিভাবকত্ব’ চাপিয়ে দেওয়ার শামিল। হামাসের দাবি—আইএসএফ গঠন এবং প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের শর্ত পরিকল্পনাকে ইসরায়েলের স্বার্থে পক্ষপাতদুষ্ট করে তুলেছে।

সর্বশেষ খসড়ার তথ্য অনুযায়ী—আইএসএফের প্রধান দায়িত্ব হবে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থায়ীভাবে অস্ত্র অপসারণ, যার মধ্যে হামাসও অন্তর্ভুক্ত।

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা ও মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা। ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠন করা, যা হামাস-নিয়ন্ত্রিত বর্তমান পুলিশের বিকল্প হবে।

মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ গাজার সামরিকীকরণ বন্ধে কাজ করবে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় কার্যকর হয়েছে ১০ অক্টোবর থেকে। এটিকে অত্যন্ত ‘নাজুক প্রথম পদক্ষেপ’ বলে মন্তব্য করেন ওয়াল্টজ।

গাজা পুনর্গঠনের অর্থায়ন বিশ্বব্যাংকের তহবিল থেকে আসবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একটি শান্তি বোর্ড গঠনের কথাও রয়েছে, যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

পরিকল্পনায় একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের পথও যুক্ত করা হয়েছে—আরব দেশগুলোর চাপেই এ ধারা যোগ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। যদিও ইসরায়েল এই ধারার কঠোর বিরোধিতা করছে।

এ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইএসএফ গঠন, যা আসন্ন সময়ের আঞ্চলিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করতে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর