[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২

সংগৃহিত ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের ‘অবমাননাকর শর্ত’ মেনে নেবে না। তার অভিযোগ, আলোচনা প্রক্রিয়ার আড়ালে যুক্তরাষ্ট্র মূলত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে।

তেহরানে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের শক্তির প্রতিটি স্তম্ভ ধ্বংস করতে চায়, যাতে ইহুদি শাসনের (ইসরায়েল) সামনে দেশটিকে অসহায় করে তোলা যায়।

পেজেশকিয়ান জানান, ইরান শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে। তবে কোনো ধরনের খবরদারি বা জবরদস্তি ইরান বরদাশত করবে না। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আন্তরিকভাবে আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু চলতি বছরের জুন মাসের মাঝামাঝি শুরু হওয়া যুদ্ধ সেই আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বর্তমানে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার নামে যুক্তরাষ্ট্র যেসব কঠিনঅবমাননাকর শর্ত আরোপ করছে, তা ইরান প্রত্যাখ্যান করছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই অবমাননার কাছে মাথা নত করবে না এবং দুর্বল ও খণ্ডিত ইরানকে তিনি মেনে নেবেন না। তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ইরানকে নিরস্ত্র করার চেষ্টা করছে, যা সরাসরি দেশটির সার্বভৌমত্বের পরিপন্থী।

সূত্র: প্রেস টিভি

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর