[email protected] শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

পশ্চিমবঙ্গ সীমান্তে বিক্ষোভ, আটকানো হলো বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

সংগৃহিত ছবি

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া সীমান্ত এলাকা। বিক্ষোভ চলাকালে বাংলাদেশমুখী একাধিক পণ্যবাহী ট্রাক আটকে দেন আন্দোলনকারীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে জড়ো হন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। পরে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে তারা ট্রাক টার্মিনালে বসে বিক্ষোভ শুরু করেন। এ সময় বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া পণ্যবাহী ট্রাক দেখলেই সেগুলো আটকে দেওয়া হয়। ট্রাকচালকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনাও দেখা গেছে।

একই ধরনের পরিস্থিতি তৈরি হয় শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্তেও। বিক্ষোভকারীরা ভারত থেকে বাংলাদেশে চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিক্ষোভের কারণে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে।

ঘোজাডাঙ্গা সীমান্তে আন্দোলনকারী রাজেন্দ্র সাহা বলেন, বাংলাদেশের কিছু নেতার ভারতবিরোধী মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তার দাবি, এসব মন্তব্য বন্ধ না হলে বাংলাদেশে কোনো পণ্য যেতে দেওয়া হবে না।

এই ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পণ্য পরিবহন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর