[email protected] বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২

নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩১

সংগৃহিত ছবি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ভারতের ধারণা, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার গভীর রাতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, ইরানে থাকা ভারতীয় নাগরিকদের—শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটক—নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও অস্থিরতার প্রেক্ষাপটে এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াও নিজ নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।

এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ইরান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রেখেছিল।

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বৃহস্পতিবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং পুনরায় ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর