[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২২:৩০

সংগৃহিত ছবি

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারে রেড নোটিশ জারি করেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এসপি ইনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা বা তদন্ত সংস্থার অনুরোধে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে। বেনজীর আহমেদসহ মোট ১২ জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়।

উল্লেখ্য, দুদক গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে। চলতি বছরের ৮ জানুয়ারি আদালত বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন। এর পাঁচ দিন পর ১৩ জানুয়ারি বেনজীর আহমেদ ও তার অপর কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর