যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি সমাপ্ত হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৮ মে) তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে গঠিত সাত সদস্যের বিশেষ বেঞ্চ এ তারিখ ঘোষণা করেন।
আদালতে জামায়াত নেতার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে সহ-আবেদনকারী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: