[email protected] শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

গুপ্ত সংগঠনের কাউকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন না- কায়সার কামাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ২১:৫০

মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয় (সংগৃহিত ছবি)

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অনুপ্রবেশকারী কিংবা গুপ্ত সংগঠনের কোনো সদস্যকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে জায়গা দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি বারবার বলেছি— আপনারা লক্ষ্য রাখবেন, কোনো অনুপ্রবেশকারী যেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য না হতে পারে। আমরা গুপ্ত সংগঠনের কোনো ব্যক্তিকে সদস্য করবো না।”

ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতাদের উদ্দেশে কায়সার কামাল আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে যারা পাশে ছিলেন, মিটিং-মিছিলে অংশ নিয়েছেন— তারাই হবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রকৃত সদস্য।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। কারণ নির্বাচন এই দেশের মানুষের প্রাণের দাবি।”

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করতে চায় না। তাই তারা ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা ’৭১-এর প্রসঙ্গ এলেই ’৪৭-এ ফিরে যায়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হানসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর