[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

আগামী ৭২ ঘণ্টার মধ্যে শহিদ ওসমান হাদির খুনি গ্রেফতার না হলে রেমিট্যান্স বন্ধের ঘোষণা প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮

ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে অবস্থান অব্যাহত রেখেছেন। এই পরিস্থিতিতে প্রবাসীদের একটি গোষ্ঠী ৭২ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার না করলে রেমিট্যান্স পাঠানো পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইতালি প্রবাসী সাইফুর রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, "শহীদ বীর শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার দূরে থাক, তারা দেশে আছে কিনা সেটাই জানে না সরকার। অথচ বামপন্থী মিডিয়ার আস্তানায় হামলায় সমানে নির্দোষ মানুষ ধরছে।"

তিনি আলটিমেটাম দিয়ে বলেন, "আগামী ৭২ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের ধরার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ আর দেশে পাঠাব না।"

সাইফুর রহমানের এই ঘোষণার পর থেকে তার পোস্টটি বিভিন্ন প্রবাসী শেয়ার করে সংহতি জানাচ্ছেন। তামিম রেজা নামে এক ব্যবহারকারী ফেসবুকে লেখেন, "আগামী ৭২ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেওয়া হল।"

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর