ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের আকদ (বাগদান) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)।
তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুই নেতা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে এখনো কনেদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ডাকসুর এক নেতা বলেন, ফরহাদ ভাইয়ের আকদ অনুষ্ঠান আগামীকাল ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। তবে মহিউদ্দীন ভাইয়ের বিয়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়। অপরদিকে কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক নেতা বলেন, এসএম ফরহাদ ও মহিউদ্দীন খানের বিয়ের অনুষ্ঠান কাল অনুষ্ঠিত হবে।
এদিকে রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দোয়া ও শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।’
ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: