[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

ডিএমপির অফিস আদেশ স্থগিত, আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:০৮

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ৯ এপ্রিল ডিএমপি হেডকোয়ার্টার থেকে একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি নেওয়ার কথা বলা হয়। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিট দায়ের করেন।

আদালত রুলে জানতে চেয়েছেন, ৯ এপ্রিলের অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ডিবি, সিআইডি ও এসবি প্রধানসহ মোট সাতজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের এই আদেশের ফলে ডিএমপির অফিস আদেশটি আপাতত তিন মাসের জন্য স্থগিত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর