[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে প্রধান উপদেষ্ঠার বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ২০:২১

সংগৃহিত ছবি

কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান আল-থানি বুধবার (২৩ এপ্রিল) দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

এই বৈঠকে অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির নেতৃত্বে কাতারি সরকার ও সেনাবাহিনীকে ৭২৫ জন সেনা সদস্যের ডেপুটেশনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সহযোগিতার ফলে উভয় দেশই পেশাদারভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।

অধ্যাপক ইউনূস কাতারি সশস্ত্র বাহিনীর উন্নয়নে বাংলাদেশের সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশ্বস্ত করেন।

তিনি আরো বলেন, এই অনন্য উদ্যোগ কেবল দ্বিপাক্ষিক সহযোগিতাই নয়, বরং ভবিষ্যতের জনগণভিত্তিক সম্পর্ক গঠনের জন্যও একটি মজবুত ভিত্তি স্থাপন করবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর