পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার সকালে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হন।
দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু।
প্রেস উইং সূত্রে জানা গেছে, ড. ইউনূস ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।
এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কূটনৈতিকভাবে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: